রাজ্যের বিদ্যুৎশক্তি উৎপাদন সংস্থায় চাকরির সুযোগ। ওই সংস্থায় এজেন্ট পদে কর্মী প্রয়োজন। ওই পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড-এ (ডিপিএল)।
মাইনিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক হয়েছেন কিংবা ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে ‘ফার্স্ট ক্লাস মাইন ম্যানেজার’-এর শংসাপত্র এবং ১৮ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তাঁদের বয়স ৬২ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
চুক্তির ভিত্তিতে ওই পদে এজেন্ট নিয়োগ করবে দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড। প্রথমে এক বছর, পরে তিন বছরের জন্য ওই কাজে নিযুক্তকে বহাল রাখা হবে। পারিশ্রমিক হিসাবে ৭৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
দামোদর সংলগ্ন কয়লা খনিগুলির কাজ যাতে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়, সেই দায়িত্ব পালন করতে হবে এজেন্ট পদে নিযুক্তকে। আগ্রহীদের ১০ ডিসেম্বরের মধ্যে আবেদন জমা দিতে হবে। ডাকযোগে কিংবা ই-মেল মারফত আগ্রহীরা আবেদনপত্র পাঠাতে পারবেন।