উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষক নিয়োগ করা হবে। ওই বিশ্ববিদ্যালয়ের সিড সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের একটি প্রকল্পে তাঁকে প্রয়োজন। ওই ব্যক্তিকে রিসার্চ স্কলার হিসাবে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
সিড সায়েন্স, প্লান্ট ফিজ়িয়োলজি, জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং, অ্যাগ্রোনমি, সয়েল সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা উল্লিখিত পদে নিয়োগের সুযোগ পাবেন। তবে, তাঁদের ফিল্ড বা গবেষণাগারে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। কম্পিউটার ব্যবহারে সাবলীল হওয়া চাই। পাশাপাশি, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস টুল ব্যবহারও দক্ষ হতে হবে।
আরও পড়ুন:
নিযুক্তের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। তাঁর জন্য প্রতি মাসে ১৫ হাজার টাকা ফেলোশিপ হিসাবে বরাদ্দ করা হয়েছে। আগ্রহীরা সরাসরি ইন্টারভিউয়ে যোগদানের সুযোগ পাবেন। এ জন্য আলাদা করে আবেদনপত্র জমা দিতে হবে না।
২৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর অফ রিসার্চ-এর দফতরে ইন্টারভিউ হতে চলেছে। ওই দিন দুপুর ২টোর আগে জীবনপঞ্জি, দু’টি ছবি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের অভিজ্ঞতার শংসাপত্র, বয়সের প্রমাণপত্র নিয়ে পৌঁছে যেতে হবে।