ওয়েবসাইট ডেভেলপমেন্ট-এর কাজে পূর্ব অভিজ্ঞতা থাকলে চাকরি দেবে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। সংস্থার তরফে প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। শূন্যপদ চারটি।
কম্পিউটার সায়েন্স কিংবা সমতুল বিষয়ে ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) কিংবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (বিই) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা ওই পদে কাজ করতে পারবেন। তাঁদের জাভাস্ক্রিপ্ট, ডেটা কমিউনিকেশন, পাইথন, ডেটা অ্যানালিটিক্স, অ্যান্ড্রয়েড এবং আইওএ মোবাইল অ্যাপ্লিকেশন, অপারেটিং সিস্টেম, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কাজের দক্ষতা থাকা আবশ্যক।
আরও পড়ুন:
উল্লিখিত পদে নিযুক্তের বয়স ৩৩ বছরের মধ্যে হতে হবে। তাঁদের স্নাতক স্তরে অন্তত ৬০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৪০,০০০ টাকা থেকে ৫৫,০০০ টাকা দেওয়া হবে। চুক্তির মেয়াদ এক থেকে চার বছর পর্যন্ত হতে পারে।
আগ্রহীরা অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের শেষ দিন ২০ জানুয়ারি। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।