সরকারি টাঁকশালে চাকরির সুযোগ। সংস্থার আলিপুর দফতরে পরামর্শদাতা প্রয়োজন। মোট ৪৫ জনকে ওই পদে নিয়োগ করা হবে।
সংশ্লিষ্ট পদে সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এর অধীন আলিপুরের ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট নিয়োগ করবে। ওই পদে টাঁকশালে কাজ করেছেন, এমন অবসরপ্রাপ্ত কর্মীদের আবেদন গ্রহণ করা হবে। তাঁদের বয়স ৬২ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
সরকারি বা সরকারপোষিত টাঁকশালে পরামর্শদাতা হিসাবে কয়েনিং, এগ্জ়ামিনিং, কোল্ড রোলিং, কাটিং, রিফাইনিং, মেল্টিং, ডাই— এই সমস্ত বিভাগে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ছাড়াও তাঁদের বেতন সপ্তম পে কমিশন অনুযায়ী, লেভেল ১ থেকে ৬ -এর মধ্যে থাকা আবশ্যক।
নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে। তাঁদের বয়স ৬৫ বছর হওয়া পর্যন্ত চুক্তির মেয়াদ বৃদ্ধি পেতে পারে। প্রতি মাসে সাম্মানিক হিসাবে ৩৫,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।
আগ্রহীদের অনলাইনে আবেদন পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ১৪ জানুয়ারি। বাছাই করা প্রার্থীদের সঙ্গে ইন্টারভিউয়ের জন্য সরাসরি যোগাযোগ করে নেওয়া হবে।