ইঞ্জিনিয়ারদের নিয়োগ করবে কেন্দ্রীয় রেল মন্ত্রক অধীনস্থ সংস্থা। রাইটস লিমিটেড-এ কনসালট্যান্ট পদে তাঁদের চাকরির সুযোগ দেওয়া হবে। শূন্যপদ আটটি।
সিভিল, স্ট্রাকচারাল, এনভায়রনমেন্টাল, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন— এমন ব্যক্তিদের আবেদন উল্লিখিত পদের জন্য গ্রহণ করা হবে। তবে, ওই ডিগ্রি কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হওয়া প্রয়োজন।
পাশাপাশি, তাঁদের অন্তত ১০ বছর সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকা চাই। এ ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে উল্লিখিত বিষয়ে স্নাতকেরাও আবেদনের সুযোগ পাবেন। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
আরও পড়ুন:
সংস্থার তরফে মোট এক বছরের চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে। পরবর্তী কালে কাজের ভিত্তিতে ওই মেয়াদ বৃদ্ধি হতে পারে। সংশ্লিষ্ট পদে কাজ করতে আগ্রহীদের ৬২ বছরের মধ্যে বয়স হওয়া বাঞ্ছনীয়। এ জন্য অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। নিযুক্তের জন্য প্রতি বছরে পারিশ্রমিক হিসাবে ১,০০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। নিযুক্তদের গুজরাতের একাধিক শহরের দফতরে কর্মস্থল হবে।
অনলাইনে ২৬ অক্টোবরের মধ্যে আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে পরিচয়পত্র, জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্রের মতো গুরুত্বপূর্ণ নথির প্রতিলিপিও পাঠাতে হবে। এই মর্মে আরও জেনে নিতে প্রার্থীরা সংস্থার ওয়েবসাইটটি (www.rites.com) দেখে নিতে পারেন।