কলকাতার সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস-এ অধ্যাপনার সুযোগ। শিক্ষকতার জন্য বিভিন্ন বিভাগে অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসোসিয়েট প্রফেসর পদে যোগ্য ব্যক্তিদের আবেদন চাওয়া হয়েছে। তবে কতগুলি শূন্যপদ রয়েছে বা কতজনকে নিয়োগ করা হবে, সে সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি।
সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস-এর অ্যাস্ট্রোফিজ়িক্স অ্যান্ড হাই এনার্জি ফিজ়িক্স, কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্সেস, কন্ডেন্সড ম্যাটার অ্যান্ড মেটিরিয়ালস ফিজ়িক্স, ফিজ়িক্স অফ কমপ্লেক্স সিস্টেমস বিভাগে অধ্যাপনার জন্য ফ্যাকাল্টি মেম্বার নিয়োগ করা হবে। প্রার্থীদের অ্যাপ্লায়েড সায়েন্সেস বা ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে পিএইচডি-র পর অন্তত আট বছর কোনও শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা কিংবা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট-এর কাজ করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে অনূর্ধ্ব ৪৫ বছর বয়সিদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে প্রার্থীদের ১০ বছরের গবেষণামূলক কিংবা শিক্ষকতার কাজের অভিজ্ঞতা থাকা দরকার।
অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের জন্য ৭৮,৮০০ টাকা এবং অ্যাসোসিয়েট প্রফেসরদের ১ লক্ষ ২৩ হাজার ১০০ টাকা মাসিক বেতন হিসাবে বরাদ্দ করা হয়েছে। আগ্রহীরা ডাকযোগে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের শেষ দিন ৩০ নভেম্বর।