বুদ্ধিস্ট স্টাডিজ় বিষয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি হতে চান? কলকাতা বিশ্ববিদ্যালয় দেবে সুযোগ। বিশ্ববিদ্যালয়ের আশুতোষ শিক্ষা প্রাঙ্গন (কলেজ স্ট্রিট ক্যাম্পাস) এবং ক্ষুদিরাম শিক্ষা প্রাঙ্গনের (আলিপুর ক্যাম্পাস) ১২টি বিভাগে আসন খালি থাকায় তাতে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।
কোন বিভাগে চলছে ভর্তি?
বুদ্ধিস্ট স্টাডিজ় ছাড়া সংস্কৃত, আরবি, তুলনামূলক ভারতীয় ভাষা ও সাহিত্য, ভাষাতত্ত্ব, পালি, আরবি, ফরাসি, রাশিয়ান এবং লাইব্রেরি ইনফরমেশন অ্যান্ড সায়েন্স, দর্শন এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশীয় বিদ্যা বিভাগে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।
আরও পড়ুন:
কারা আবেদন করবেন?
উল্লিখিত বিষয়ে স্নাতক হয়েছেন, এমন পড়ুয়ারা ভর্তির আবেদন জানাতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের স্নাতক স্তরে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।
কী ভাবে ভর্তি নেওয়া হবে?
কলেজ স্ট্রিট এবং আলিপুর ক্যাম্পাসের অফিসে সমস্ত নথি জমা দিয়ে আবেদন জানাতে হবে। ওই আবেদন যাচাই করে পড়ুয়াদের ভর্তি নেবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এ জন্য দিতে হবে প্রবেশিকাও।
কী কী নথি প্রয়োজন?
- বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফর্মটি পূরণ করে জমা দিতে হবে।
- এ ছাড়াও প্রতিটি সেমেস্টারের মার্কশিটের হার্ড এবং সফট কপি।
- ছবি এবং সই-এর সফট কপি।
- আবেদন এবং প্রবেশিকার ফি।
গুরুত্বপূর্ণ তারিখ:
২৮ অক্টোবর পর্যন্ত দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।