স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের ‘স্টুডেন্ট ইন্টার্নশিপ’ করার সুযোগ পাবেন। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট) এমন পড়ুয়াদের কাজের প্রশিক্ষণ দেবে। কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অর্থপুষ্ট প্রকল্পে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন তাঁরা। শূন্যপদ পাঁচটি।
দু’মাসের জন্য ওই ইন্টার্নশিপে বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি শাখার স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা যোগদানের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশনের মতো বিষয়ে ওই ডিগ্রি থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
নিযুক্তদের ইন্টারনেট অফ থিংস, নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে কাজের দক্ষতা থাকা প্রয়োজন। পারিশ্রমিক হিসাবে ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। তাঁদের ম্যাকাউটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে কাজ করতে হবে।
আগ্রহীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। তার আগে ই-মেল মারফত আবেদনপত্র পাঠানো প্রয়োজন। ২৫ নভেম্বর বেলা ১১টার আগে ম্যাকাউট-এর ক্যাম্পাসে প্রার্থীদের পৌঁছে যেতে হবে। আবেদনও ওই তারিখের আগেই পাঠানো প্রয়োজন।