বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ। ওই বিশ্ববিদ্যালয়ের ‘শ্রীমন্ত শঙ্করদেব চেয়ার’-এর অধীনে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। শূন্যপদ তিনটি।
অসমের বৈষ্ণবীয় সঙ্গীত, নৃত্য, নাটক এবং সাংস্কৃতিক রীতি, ম্যানুস্ক্রিপ্ট পেন্টিং নিয়ে গবেষণার কাজ করতে হবে নিযুক্তদের। তাই সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের আগ্রহীদের অসমিয়া ভাষা ও সাহিত্যে মাস্টার অফ আর্টস (এমএ) ডিগ্রি থাকা প্রয়োজন। এ ছাড়াও অসমের বৈষ্ণব ভক্তি আন্দোলন এবং শ্রীমন্ত শঙ্করদেব-এর অবদান সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
আরও পড়ুন:
নিযুক্তদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তাঁদের প্রতি মাসে ৪০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। এ ছাড়াও ‘কন্টিনজেন্সি গ্রান্ট’ হিসাবে ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৪ নভেম্বর। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে।