একাধিক বিভাগে কর্মী নিয়োগ করবে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড। সম্প্রতি নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে। জানানো হয়েছে, বিভিন্ন পদমর্যাদায় কাজের সুযোগ মিলবে।
সংস্থার তরফে ডেপুটি ম্যানেজার,অফিসার, ইঞ্জিনিয়ার (প্রোজেক্টস), অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। শূন্যপদ ন’টি। তাঁরা সংস্থার সিএসআর, কর্পোরেট প্ল্যানিং, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, লাইব্রেরি, ফিন্যান্স, রাজভাষা এবং এইচআর বিভাগে কাজের দায়িত্ব সামলাবেন।
নিযুক্তদের কর্মস্থল হবে কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বই বা দেশের অন্য শহরে। বিভিন্ন পদের জন্য বেতনকাঠামো মাসে ২৯,০০০ থেকে ১,২০,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৭০,০০০ থেকে ২,০০,০০০ টাকা।
আরও পড়ুন:
পদ অনুযায়ী, কোনও পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৩৮ বছর। আবার কোনও পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৪৯ বছর। এ ছাড়া, প্রতি পদে আবেদন জানানোর জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ৪ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউ বা স্কিল টেস্টের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।