ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি) থেকে উচ্চশিক্ষার জন্য প্রবেশিকার আয়োজন করা হবে আগামী মাসেই। পরীক্ষার জন্য আগেই দু’বার বাড়ানো হয়েছিল আবেদনের সময়সীমা। এ বার আবেদনপত্রে ভুল থাকলে তা সংশোধনের সময়ও পরিবর্তন করা হবে, জানাল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।
এনআইএফটি-তে ফ্যাশন ডিজ়াইনিং-সহ একাধিক ডিজ়াইন কোর্সে বিডিএস ও এমডিএস-এ ভর্তির জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি এন্ট্রান্স এগ্জ়ামিনেশন (এনআইএফটিইই) প্রবেশিকা গ্রহণ করা হয়। পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকে এনটিএ। চলতি বছরের পরীক্ষা হবে ৮ ফেব্রুয়ারি।
আরও পড়ুন:
পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে ১৬ জানুয়ারি। পূর্ব বিজ্ঞপ্তিতে, আবেদনপত্র সংশোধনের সময় দেওয়া হয়েছিল ২০ এবং ২১ জানুয়ারি। কিন্তু নয়া বিজ্ঞপ্তিতে আবেদনপত্র সংশোধন করার জন্য ২২ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা তাঁদের শিক্ষাগত যোগ্যতার নথি, পছন্দের পরীক্ষাকেন্দ্র, জন্মতারিখ, লিঙ্গ, জাতি সংক্রান্ত তথ্য পরিবর্তন করতে পারবেন। আবেদনপত্রের বাকি তথ্য বদলের সুযোগ দেওয়া হবে না তাঁদের। তবে পরীক্ষার্থীদের এক বারই আবেদনপত্র সংশোধনের সুযোগ দেওয়া মিলবে।
উল্লেখ্য, পরীক্ষা নেওয়া যাবে হিন্দি এবং ইংরেজি— দুই ভাষাতেই। কাগজ-কলম এবং কম্পিউটার— উভয় মাধ্যমেই প্রবেশিকা দিতে পারবেন আগ্রহীরা। দেশের ১০০টি শহরে ওই প্রবেশিকা নেওয়া হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গে কলকাতা, দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি-তে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ১০২।