কর্মী নিয়োগ করা হবে এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এক্সিম) ব্যাঙ্কে। ম্যানেজারিয়াল পদে নিয়োগ করা হবে কর্মীদের। এ জন্য চাকরিপ্রার্থীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আগামী ২৬ জানুয়ারি থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া।
ব্যাঙ্কে ডেপুটি ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ২০টি শূন্যপদ রয়েছে। নিযুক্তেরা ব্যাঙ্কিং অপারেশন্স বিভাগে কাজের সুযোগ পাবেন। তাঁদের বেতন কাঠামো হবে মাসে ৪৮,৪৮০ থেকে ৮৫,৯২০ টাকা। এ ছাড়াও দেওয়া হবে অতিরিক্ত ভাতা।
আরও পড়ুন:
প্রার্থীদের বয়স ২১ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর এবং এমবিএ, পিজিডিবিএ, পিজিডিবিএম বা এমএমএস ডিগ্রি থাকতে হবে। প্রয়োজন ন্যূনতম এক বছরের পেশাগত অভিজ্ঞতাও।
প্রার্থীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্য বাবদ অসংরক্ষিতদের ৬০০ টাকা এবং সংরক্ষিতদের ১০০ টাকা। আগামী ১৫ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। এ বিষয়ে বিশদ জানতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।