সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (সিবিআই)-য় অফিসার পদে কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে। জানানো হয়েছে, ব্যাঙ্কে একাধিক শূন্যপদে কর্মী প্রয়োজন। এ জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু মঙ্গলবার থেকেই।
ব্যাঙ্কে ফরেন এক্সচেঞ্জ অফিসার এবং মার্কেটিং অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ৩৫০। নিযুক্তদের পোস্টিং দেওয়া হবে দেশের বিভিন্ন শহরে। তাঁদের প্রথম দু’বছর ‘প্রোবেশন’-এ রাখা হবে।
ফরেন এক্সচেঞ্জ অফিসার পদে আবেদন করতে পারবেন ২৫ থেকে ৩৫ বছর বয়সিরা। অন্য দিকে, মার্কেটিং অফিসার পদে আবেদন করতে পারবেন ২২ থেকে ৩০ বছর বয়সিরা। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।
ফরেন এক্সচেঞ্জ অফিসারদের বেতনক্রম হবে মাসে ৮৫,৯২০ থেকে ১,০৫,২৮০ টাকা। অন্য দিকে, মার্কেটিং অফিসারদের বেতনকাঠামো মাসে ৪৮,৪৮০ থেকে ৮৫,৯২০ টাকা।
আরও পড়ুন:
দু’টি পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার ভিন্ন মাপকাঠি রয়েছে। মূল বিজ্ঞপ্তিতে তার বিশদ উল্লেখ করা হয়েছে।
প্রার্থীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিতদের ১৭৫ টাকা এবং অসংরক্ষিতদের ৮৫০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। আগামী ৩ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সমস্ত পদে নিয়োগ হবে। লিখিত পরীক্ষার আয়োজন করা হবে দেশের বিভিন্ন শহরের পরীক্ষাকেন্দ্রে।
আরও পড়ুন:
-
কল্যাণীতে কর্মী খুঁজছে কেন্দ্রীয় সংস্থা অ্যান্ড্রু ইয়ুল, কোন পদে, কারা আবেদন করতে পারবেন?
-
একইসঙ্গে কলা এবং বিজ্ঞানের নানা বিষয় পড়া যায় কোন পাঠক্রম থেকে? কোথায় পড়ানো হয়?
-
২০ জন ডেপুটি ম্যানেজারের খোঁজ এক্সিম ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-য়, কোন শর্তে করা যাবে আবেদন?
-
দেশের কোন কোন ব্যাঙ্কে কর্মী নিয়োগ করে আইবিপিএস? কোন কোন পদে মেলে কাজের সুযোগ?