ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি) লিমিটেডে কর্মখালি। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট ট্রেনি পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৩০।
সংশ্লিষ্ট পদে অনূর্ধ্ব ২৭ বছর বয়সি ব্যক্তিদের নিয়োগ করা হবে। নিযুক্তদের প্রথমে এক বছরের প্রশিক্ষণ দেওয়া হবে। তাঁদের পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে ৩০,০০০ টাকা থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা। আগ্রহীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন।
আরও পড়ুন:
উল্লিখিত পদে কাজ করতে আগ্রহীদের রসায়ন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হতে হবে। স্নাতকোত্তর স্তরের পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা আবশ্যক। তবেই নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে। নিযুক্তেরা মোট তিন বছরের চুক্তিতে কাজ করবেন। তবে তার আগে এক বছরের জন্য তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে।
মহিলা এবং তফসিলি জাতি ও জনজাতিভুক্ত ছাড়া অন্যান্য প্রার্থীদের জন্য ৩০০ টাকা আবেদনমূল্য হিসাবে ধার্য করা হয়েছে। আবেদন ৩১ মে পর্যন্ত গ্রহণ করা হবে। এই বিষয়ে আরও জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।