ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর)-এ কর্মখালি। প্রতিষ্ঠানের ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের নয়াদিল্লির ক্যাম্পাসে কাজের জন্য ইয়ং প্রফেশনাল, ফিল্ড কাম ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং হেল্পার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ তিনটি।
নিযুক্তের জন্য প্রতি মাসে ১২ হাজার টাকা থেকে ৪২ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। প্রাথমিক ভাবে উল্লিখিত পদে ১৮ মাস পর্যন্ত চুক্তির ভিত্তিতে কাজ চলবে। পরে ওই মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে জ়ুলজি কিংবা লাইফ সায়েন্সেস শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা ইয়ং প্রফেশনাল পদে আবেদনের সুযোগ পাবেন। তাঁদের ইনসেক্টিসাইট বায়োঅ্যাশেস সংক্রান্ত বিষয়ে কাজের দক্ষতা এবং পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
ফিল্ড কাম ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে দ্বাদশ উত্তীর্ণ এবং হেল্পার পদে দশম উত্তীর্ণ ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। তাঁদের ফিল্ড ওয়ার্ক, ইনসেক্ট রিয়ারিং, ইনসেক্ট বায়োঅ্যাশেস বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আবেদনকারীদের বয়স ২১ বছর থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। আগ্রহীদের সরাসরি নয়াদিল্লির দফতরে ১৩ জুন উপস্থিত থাকতে হবে। সেই দিনই প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবেন বিশেষজ্ঞেরা। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।