জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় কাজের সুযোগ। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুনিয়র রিসার্চ ফেলো এবং সিনিয়র রিসার্চ ফেলো হিসাবে ছ’টি শূন্যপদে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের বেছে নেওয়া হবে। ফেলোশিপ হিসাবে তাঁদের প্রতি মাসে ৩৭ হাজার টাকা থেকে ৪২ হাজার টাকা দেওয়া হবে।
ন্যাশনাল মিশন অন হিমালয়ান স্টাডিজ়-এর অর্থানুকূল্যে জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় একটি গবেষণা প্রকল্পের কাজ চলছে। তাতেই গবেষক হিসাবে কর্মী প্রয়োজন। জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে ২৮ বছর বয়সি এবং সিনিয়র রিসার্চ ফেলো হিসাবে ৩২ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন।
আরও পড়ুন:
নিযুক্তদের অরুণাচল প্রদেশ, সিকিম এবং জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দফতর কলকাতায় কাজ করতে হবে। তাঁদের প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, মাইক্রোবায়োলজি, বায়োইনফরমেটিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইকোলজি বিষয়গুলির মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হতে হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া প্রয়োজন।
আগ্রহীদের একটি ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া দরকার। তাতে দেওয়া নির্দেশিকা মোতাবেক আবেদনপত্র তৈরি করে, সমস্ত আনুষঙ্গিক নথি সমেত ইমেল মারফত তা জমা দিতে হবে। আবেদন ১০ জুনের মধ্যে পাঠাতে হবে। এই বিষয়ে আরও জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নজর রাখুন।