ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ (এনআইটিটিটিআর), কলকাতা থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অর্জনের সুযোগ। চাকুরিজীবীরাও এই কোর্সের জন্য আবেদনের সুযোগ পাবেন। মোট আসন সংখ্যা ১০০টি।
প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহীরা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, ডিজিটাল ইনফরমেটিক্স, সফট্অয়্যার অ্যাপ্লিকেশনস ইন ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন অ্যান্ড কন্ট্রোল, অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন।
আরও পড়ুন:
উল্লিখিত বিষয়গুলিতে যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এই বিষয়গুলি দুভাবে পড়ার সুযোগ থাকছে— ১. রেগুলার (এক বছরের কোর্স) এবং ২. মডিউলার (দু’বছরের কোর্স)। যাঁরা বর্তমানে কোনও সংস্থায় চাকরি করছেন, তাঁরাও সংশ্লিষ্ট বিষয় নিয়ে পড়ার সুযোগ পাবেন। পড়ুয়াদের থিয়োরির পাশাপাশি, হাতে কলমে প্রশিক্ষণ এবং বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের অধীনে থেকে কাজ শেখানো হবে।
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে পড়ুয়াদের মেধা যাচাই করার সিদ্ধান্ত গৃহীয় হয়েছে। ভর্তি হতে আগ্রহীরা অনলাইনে একটি ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন। আবেদনমূল্য হিসাবে ৫০০ টাকা বরাদ্দ করা হয়েছে। আগ্রহীদের ১৬ জুনের মধ্যে আবেদন জানাতে হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।