সিকিম বিশ্ববিদ্যালয়ে কর্মখালি। বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞান, গণিত, কারিগরিবিদ্যা এবং প্রযুক্তি নির্ভর বিষয়ে লিঙ্গবৈষম্য সংক্রান্ত গবেষণা প্রকল্পে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। ওই কাজের জন্য একজনকে বেছে নেওয়া হবে।
সংশ্লিষ্ট গবেষণা প্রকল্পের নাম ‘ব্রিজিং দ্য ডিভাইড: আন্ডারস্ট্যান্ডিং জেন্ডার ডেসপারিটি ইন স্টেম কেরিয়ার ইন ইন্ডিয়া’। প্রকল্পটিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ (আইসিএসএসআর) আর্থিক অনুদান দেবে।
আরও পড়ুন:
অর্থনীতি, হিসাবশাস্ত্র, ডেটা সায়েন্স, ম্যাথমেটিক্স বিষয়ের মধ্যে যে কোনও একটিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিয়োগ করা হবে। তাঁর ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হওয়া আবশ্যক। এ ছাড়াও তাঁকে ইকনোমেট্রিক সম্পর্কে জানতে হবে। নিযুক্তকে মোট ছ’মাসের চুক্তিতে নিয়মিত কাজ চলবে। নিযুক্ত ব্যক্তি প্রতি মাসে ৩৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন।
ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য প্রার্থীদের ৩ জুনের মধ্যে ইমেল মারফত আবেদনপত্র জমা দেওয়া প্রয়োজন। আবেদনপত্রের সঙ্গে কী কী নথি থাকা প্রয়োজন, সেই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।