ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) গুয়াহাটিতে কর্মখালি। প্রতিষ্ঠানের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি গবেষণা প্রকল্পে কর্মী প্রয়োজন। নিযুক্তকে অ্যাসোসিয়েট প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইনস্ট্রুমেন্টেশন কিংবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে অ্যাসোসিয়েট প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসাবে নিয়োগ করা হবে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে নিযুক্ত ব্যক্তিকে ৩৫,০০০-১,৪০০-৪৯,০০০ টাকা বেতনক্রমে প্রতি মাসে পারিশ্রমিক দেওয়া হবে। তাঁর কাজের মেয়াদ ১১ মাসের। নিযুক্তকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের “ফ্লাড আর্লি ওয়ার্নিং অ্যান্ড মনিটরিং সিস্টেম ফর হিমালয়ান ক্যাচমেন্টস” প্রকল্পে কাজ করতে হবে।
২৭ মে অনলাইনে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। তার আগে ২৬ মে-এর মধ্যে ইমেল মারফত আবেদনপত্র পাঠানো প্রয়োজন। কী ভাবে আবেদন জমা দেবেন, সেই সংক্রান্ত তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।