ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) অধীনস্থ সংস্থায় কর্মী প্রয়োজন। কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাক্টেরিয়াল ইনফেকশন (সাবেক নাইসেড)-এর ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, কনসালট্যান্ট হিসাবে ওই সংস্থার একটি প্রকল্পে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
ওই কাজের জন্য ব্যাচেলর অফ সিদ্ধা মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএসএমএস), মাস্টার অফ পাবলিক হেলথ (এমপিএইচ), ডক্টর অফ মেডিসিন ইন আয়ুষ ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের অন্তত ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট কাজে নিযুক্ত ব্যক্তির বয়স ৪০ বছর থেকে ৬৮ বছরের মধ্যে হতে হবে। মোট এক মাসের চুক্তিতে কাজ চলবে। নিযুক্তের জন্য পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ৮০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীদের একটি ফর্ম পূরণ করে সরাসরি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে হবে। বিজ্ঞপ্তিতে ওই ফর্মটি দেওয়া হয়েছে। ইন্টারভিউ হবে ২৬ মে। ওই দিন বেলেঘাটার ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাক্টেরিয়াল ইনফেকশনে উপস্থিত থাকতে হবে। এ বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।