কলকাতার কেন্দ্রীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতকোত্তর স্তরে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজ়িন অ্যান্ড পাবলিক হেলথের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানের তরফে স্নাতকোত্তর স্তরে ভেটেরিনারি পাবলিক হেলথ বিষয়টি পড়ানো হবে।
ভর্তি হতে ইচ্ছুক পড়ুয়াদের কেন্দ্র কিংবা রাজ্য সরকারি ক্ষেত্রে ভেটেরিনারি সায়েন্স বিভাগে আগে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ছাড়াও তাঁদের ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি কিংবা ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজ়বেন্ড্রি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
আরও পড়ুন:
পাশাপাশি, পড়ুয়াদের ইন্টার্নশিপ সম্পূর্ণ হওয়া বাঞ্ছনীয়। স্নাতক স্তরে অন্তত ৫৫ শতাংশ নম্বর থাকতেই হবে। সংশ্লিষ্ট কোর্সটি দু’বছরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। আগ্রহীদের সশরীরে প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে ভর্তির জন্য আবেদনপত্র জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে প্রকাশিত ফর্মটিতে যাবতীয় তথ্য দিয়ে ১৬ জুনের মধ্যে তা জমা দিতে হবে। এই বিষয়ে আরও তথ্য জানতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজ়িন অ্যান্ড পাবলিক হেলথের ওয়েবসাইটটি (aiihph.gov.in) দেখে নিতে পারেন।