বিশাখাপত্তনম স্টিল প্লান্টে কর্মী নিয়োগ করা হবে। ওই প্রতিষ্ঠানের বিশাখা স্টিল জেনারেল হাসপাতালে ভিজ়িটিং স্পেশালিস্ট প্রয়োজন। ওই পদে মোট দু’জনকে নিয়োগ করা হবে।
সংশ্লিষ্ট পদে ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি এবং জেনারেল মেডিসিন শাখায় পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। প্রার্থীদের বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন:
ভিজ়িটিং স্পেশালিস্ট হিসাবে প্রতি ঘণ্টায় ১,০০০ টাকা এবং জেনারেল মেডিসিন বিভাগের কল ডিউটি পিছু ৫০০ টাকা করে বরাদ্দ করা হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে।
ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি। উল্লিখিত পদে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।