মালদহের গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (জিকেসিআইইটি)-তে কর্মী নিয়োগ। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনস্থ এই প্রতিষ্ঠানের তরফে সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের একটি সেন্টারে নির্ধারিত সময়ের জন্য কাজের সুযোগ মিলবে। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে।
প্রতিষ্ঠানের ফুড প্রসেসিং ইনকিউবেশন সেন্টারের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে এলবিআই সেন্টার ম্যানেজার এবং সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে। মোট শূন্যপদের সংখ্যা দুই। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে দু’বছর। এর পর শর্তসাপেক্ষে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
উভয় পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। এলবিআই সেন্টার ম্যানেজার এবং সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে যথাক্রমে ২০,০০০ টাকা এবং ১৫,০০০ টাকা।
আরও পড়ুন:
সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনকারীদের ফুড ইঞ্জিনিয়ারিং/ফুড টেকনোলজি বা সম্পর্কিত বিষয়ে বিটেক থাকা জরুরি। পেশাগত অভিজ্ঞতা থাকলে মিলবে অগ্রাধিকার। একই ভাবে অন্য পদটিতে আবেদনের জন্যও যোগ্যতার পৃথক মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৭ অগস্ট আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে উভয় পদে নিয়োগ হবে। ইন্টারভিউয়ের আয়োজন করা হবে ৮ অগস্ট। এ বিষয়ে বাকি তথ্য জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।