গবেষণার সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর)। ওই সংস্থার অধীন ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট ইস্টার্ন রিজিওনাল স্টেশনে ইয়ং প্রফেশনাল প্রয়োজন। নিয়োগ করা হবে একজনকে।
প্রার্থীদের বায়োলজিক্যাল সায়েন্স, মাইক্রোবায়োলজি, লাইফ সায়েন্স বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও তাঁদের কম্পিউটার অ্যাপ্লিকেশন, ডেটা হ্যান্ডলিং, ডেটা অ্যানালিসিস নিয়ে কাজের দক্ষতা থাকতে হবে।
আরও পড়ুন:
নিযুক্তের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হওয়া আবশ্যক। পারিশ্রমিক হিসেবে ইয়ং প্রফেশনাল ৩০ হাজার টাকা পাবেন। মোট ১২ মাসের চুক্তিতে তাঁদের কাজ করতে হবে। আগ্রহীরা ই-মেল মারফত আবেদন পাঠাতে পারবেন।
৩ সেপ্টেম্বর ইন্টারভিউ নেওয়া হবে। তার আগে ই-মেল মারফত আবেদনকারীরা জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণপত্রের মতো নথি পাঠাতে পারেন। ইন্টারভিউয়ের পর কাদের বেছে নেওয়া হল, সেই তালিকা ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের ওয়েবসাইটে (iari.res.in) প্রকাশিত হবে।