অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি)-র ত্রিপুরার দফতরে কর্মী প্রয়োজন। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত একটি নিয়োগ-বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, অ্যাসোসিয়েট কনসালট্যান্ট এবং জুনিয়র কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ চারটি।
অ্যাসোসিয়েট কনসালট্যান্ট পদে যে কোনও বিষয়ে স্নাতকদের নিয়োগ করা হবে। তবে তাঁদের আগে টিসিএস অফিসার পদে ত্রিপুরা সরকারের অধীনে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। প্রার্থীদের বয়স হতে হবে ৬৮ বছরের মধ্যে। সংশ্লিষ্ট পদে মাসিক পারিশ্রমিক ৬৮ হাজার।
আরও পড়ুন:
-
আইআইএসইআর কলকাতায় কর্মী নিয়োগ, আবেদনের সুযোগ পাবেন স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নরা
-
ইঞ্জিনিয়ারদের নিয়োগ করবে হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড, আবেদনের শর্তাবলি কী?
-
আইপিজিএমইআর, কলকাতায় প্রজেক্ট অ্যাসোসিয়েট প্রয়োজন, কাজ করতে হবে গবেষণা প্রকল্পে
-
কেন্দ্রীয় সংস্থায় ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগ, রইল আবেদনের খুঁটিনাটি
জুনিয়র কনসালট্যান্ট পদে ত্রিপুরা সরকারের বন বিভাগে অন্তত তিন বছর কাজ করেছেন অথবা আমিন বা সমতুল্য পদে ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সেটলমেন্ট বিভাগে কাজ করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। প্রার্থীদের বয়স ৬৮ বছরের মধ্যে হওয়া আবশ্যক। নিযুক্তদের প্রতি মাসের পারিশ্রমিক ৩৫ হাজার টাকা থেকে ৪২ হাজার টাকা।
আগ্রহীদের সরাসরি ৮ নভেম্বর আবেদনপত্র এবং অন্যান্য নথি নিয়ে উপস্থিত থাকতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত নাম নথিভুক্তকরণ চলবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।