ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় গবেষণা প্রতিষ্ঠানে কাজের সুযোগ। ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের ডিভিশন অফ বায়োকেমিস্ট্রির একটি প্রকল্পে গবেষক প্রয়োজন। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য রয়েছে। বলা হয়েছে, সিনিয়র রিসার্চ ফেলো এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে কর্মী প্রয়োজন। ওই কাজে দু’জনকে নিয়োগ করা হবে।
সিনিয়র রিসার্চ ফেলো পদে বিজ্ঞান শাখার যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন থাকলে আবেদন করা যাবে। তবে, এ ক্ষেত্রে, প্রার্থীদের স্পেশালাইজ়েশন থাকতে হবে প্ল্যান্ট বায়োকেমিস্ট্রি, প্ল্যান্ট মলিকিউলার বায়োলজি, বায়োটেকনোলজি, লাইফ সায়েন্সেস, টিস্যু কালচার, জেনোম এডিটিং-এর মধ্যে যে কোনও একটি বিষয়ে।
একই সঙ্গে, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট ফর ইঞ্জিনিয়ারিং (গেট)-এর মধ্যে যে কোনও একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক। সিনিয়র রিসার্চ ফেলোশিপে প্রতি মাসের পারিশ্রমিক হিসেবে ৩১ হাজার বরাদ্দ করা হয়েছে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের পদে ন্যাচারাল সায়েন্সেস, কৃষিবিদ্যা কিংবা কম্পিউটার সায়েন্সে স্নাতকরা আবেদনের সুযোগ পাবেন। বয়সসীমা ৩৫ বছর। প্রতি মাসের পারিশ্রমিক ২০ হাজার টাকা।
সরাসরি ইন্টারভিউ দেওয়ার জন্য আগামী ১২ নভেম্বর প্রতিষ্ঠানের দিল্লির দফতরে উপস্থিত থাকতে হবে প্রার্থীদের। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy