কলকাতার কৃষি গবেষণাকেন্দ্রে তরুণ পেশাদার (ইয়ং প্রফেশনাল) নিয়োগ করা হবে। ওই কাজের জন্য একটি শূন্যপদ রয়েছে। নিযুক্তকে এগ্রিকালচার টেকনোলজি অ্যাপ্লিকেশন রিসার্চ ইনস্টিটিউট, কলকাতার একটি প্রকল্পে কাজ করতে হবে।
ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর) অধীনস্থ কৃষি গবেষণাকেন্দ্রে ‘কিসান সারথি ২.০’ প্রকল্পে ইয়ং প্রফেশনাল নিয়োগ করা হবে। ওই কাজের জন্য ইনফরমেশন টেকনোলজি (আইটি), কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন।
আরও পড়ুন:
আবেদনকারীদের স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। একই সঙ্গে, পোর্টাল সিস্টেম, আইটি অ্যাপ্লিকেশনস, প্রজেক্ট ডকুমেন্ট ডেভেলপমেন্ট সংক্রান্ত বিষয়ে কাজের দক্ষতা থাকা আবশ্যক। এ ক্ষেত্রে তাঁদের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
নিযুক্ত ব্যক্তির জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৪২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। মোট দু’মাসের চুক্তিতে তাঁর কাজ চলবে। পরে ওই মেয়াদ বৃদ্ধি করা হবে কি না, তা গবেষণাকেন্দ্রের ডিরেক্টিভ অফ দ্য কাউন্সিলের তরফে জানিয়ে দেওয়া হবে।
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। তাই, আগ্রহীদের গবেষণাকেন্দ্রের ওয়েবসাইটে (atarikolkata.org) দেওয়া নিয়মাবলি অনুযায়ী আবেদনপত্র তৈরি করে নেওয়া আবশ্যক। ওই আবেদনপত্র-সহ আনুষঙ্গিক সমস্ত নথি নিয়ে গবেষণাকেন্দ্রের কলকাতার অফিসে উপস্থিত হওয়া প্রয়োজন। ইন্টারভিউ ২৬ অগস্ট নেওয়া হবে।