বিজ্ঞান শিক্ষায় পাঠদানে উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যেই কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। মালবীয় মিশন টিচার ট্রেনিং প্রোগ্রাম (এমএমটিটিপি) ফ্রেমওয়ার্ক অনুযায়ী ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) মাদ্রাজের তরফে এই প্রশিক্ষণ দেওয়া হবে। বিনামূল্যে এই প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন শিক্ষকেরা।
উচ্চশিক্ষা ক্ষেত্রে শিক্ষকতাকে কার্যকরী করে তোলার লক্ষ্যে ‘মালবীয় মিশন টিচার ট্রেনিং প্রোগ্রাম’-এর মাধ্যমে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের ভারতীয় ধ্যানধারণা, হলিস্টিক অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি এডুকেশনের মতো বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এর পাশাপাশি, স্টেম এডুকেশন অর্থাৎ সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সে পাঠদানের উৎকর্ষ বৃদ্ধিতে আইআইটি মাদ্রাজের টিচিং লার্নিং সেন্টার সাহায্য করবে।
আরও পড়ুন:
যাঁরা পদার্থবিদ্যা, রসায়ন, ম্যাথমেটিক্স এবং বায়োটেকনোলজি বিষয়ে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন, তাঁরা প্রশিক্ষণ নিতে পারবেন। এর জন্য তাঁদের আইআইটি মাদ্রাজের ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা দিতে হবে।
সাধারণত, শিক্ষকদের কর্মদক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ অনলাইনে দেওয়া হলেও, এই প্রশিক্ষণ কর্মসূচিতে অফলাইন মাধ্যমে অংশগ্রহণ করতে হবে। আইআইটি মাদ্রাজের টিচিং লার্নিং সেন্টারের চেয়ারম্যান এডামানা প্রসাদ জানিয়েছেন, শিক্ষাদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তুলতে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বিজ্ঞান শাখার বিষয় নিয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহী করে তোলার জন্য শিক্ষকদের ‘মালবীয় মিশন টিচার ট্রেনিং প্রোগ্রাম’ নির্ধারিত বিধি অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হবে।
২২ অগস্ট থেকে ৩০ অগস্ট পর্যন্ত বায়োটেকনোলজি, ৭ অক্টোবর থেকে ১৭ অক্টোবর রসায়ন, ১১ নভেম্বর থেকে ১৯ নভেম্বর এবং ২০ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত পদার্থবিদ্যা ও ১৫ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ম্যাথমেটিক্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। আইআইটি মাদ্রাজের ক্যাম্পাস এবং টিচিং লার্নিং সেন্টারের হলে ক্লাস করানো হবে। প্রতিটি বিষয়ে মোট ন’দিন ধরে প্রশিক্ষণ চলবে।