দিল্লির আইসিএমআর-এ কর্মখালি। ওই প্রতিষ্ঠানের অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যালেরিয়া রিসার্চ-এর গবেষণা প্রকল্পে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পদে কর্মী নিয়োগ করবে। শূন্যপদ তিনটি।
উল্লিখিত পদে লাইফ সায়েন্সে বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ করা হবে। তাঁদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। গবেষণাগারে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে নিযুক্তদের জন্য প্রতি মাসে ২৮ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এ জন্য আলাদা করে আবেদনপত্র জমা দিতে হবে না।
২৩ এবং ৩০ জুন নয়া দিল্লি এবং ত্রিপুরায় ইন্টারভিউ নেওয়া হবে। ওই দিনই সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে নাম নথিভুক্তকরণের কাজ সম্পূর্ণ করার জন্য আগ্রহীদের উপস্থিত থাকা প্রয়োজন। এই বিষয়ে আরও জানতে আইসিএমআর-এর ওয়েবসাইট (www.icmr.gov.in) দেখে নেওয়া যেতে পারে।