ইস্কো স্টিল প্ল্যান্টের তরফে বিশেষজ্ঞ নিয়োগ করা হবে। ওই প্ল্যান্ট অধীনস্থ বার্নপুরের হাসপাতালে স্পেশালিস্ট, সুপার স্পেশালিস্ট, জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার এবং কনসালট্যান্ট পদে কর্মী প্রয়োজন। মোট শূন্যপদ ১৬টি।
উল্লিখিত পদে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। এর সঙ্গে তাঁদের ডক্টরেট অফ মেডিসিন (ডিএম), ডিপ্লোম্যাট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি), ডক্টর অফ মেডিসিন (এমডি), মাস্টার অফ চিরুগিয়ে (এমসিএইচ) বা ডিপ্লোমা ইন ইন্ডাস্ট্রিয়াল হেলথ বিষয়ে ডিগ্রি থাকা আবশ্যক। পাশাপাশি, চিকিৎসক হিসাবে তাঁদের নাম মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া কিংবা ন্যাশনাল মেডিক্যাল কমিশনে নথিভুক্ত থাকা বাঞ্ছনীয়।
আরও পড়ুন:
অনূর্ধ্ব ৬৯ বছর বয়সিদের নিয়োগ করা হবে। তাঁদের প্রতি মাসের বেতন হিসাবে ৯০ হাজার থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এক থেকে পাঁচ বছরের চুক্তিতে উল্লিখিত পদে কাজ করতে হবে।
১৭ জুলাই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। তার আগে ই-মেল মারফত আবেদনপত্র জমা দেওয়া প্রয়োজন। আবেদনের শেষ দিন ১৬ জুলাই। এই বিষয়ে বিশদ জানতে স্টিল অথোরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে (sailcareers.com) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।