ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণদের কাজের সুযোগ কলকাতার সরকারি হাসপাতালে। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের তরফে ওই ব্যক্তিদের জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১৭টি।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি (ডিবিটি), কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর), এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) থেকে জুনিয়র রিসার্চ ফেলোশিপ অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত কাজের জন্য আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের রসায়ন, জীববিদ্যা, মেডিক্যাল ফিজ়িক্স, পদার্থবিদ্যা, অনকোলজি কিংবা লাইফ সায়েন্সেস শাখার অন্য কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
আবেদনকারীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে বাছাই করা প্রার্থীরা কাজের সুযোগ পাবেন। সংস্থার নিয়মানুসারে নিযুক্তদের ফেলোশিপের ব্যবস্থা করা হবে।
ই-মেল করে আগ্রহীদের আবেদনপত্র জমা দিতে হবে। এ ক্ষেত্রে আবেদনের কোনও শেষ দিন হাসপাতালের তরফে জানানো হয়নি। সময় এবং চাহিদার নিরিখে সংশ্লিষ্ট কাজের জন্য আবেদন গ্রহণ করা হবে। এই বিষয়ে বিশদ জানতে হলে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের ওয়েবসাইটে (cnci.ac.in)গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।