রাষ্ট্রায়ত্ত সংস্থায় পরামর্শদাতা নিয়োগ করা হবে। সিমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে ওই পদে কর্মী প্রয়োজন। শূন্যপদ একটি।
সংশ্লিষ্ট পদে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন এবং সদ্য চাকরিতে অবসর নিয়েছেন, এমন ব্যক্তিকে ওই কাজে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁর টেন্ডারিং এবং সমতুল্য কাজে পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রার্থীদের বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন:
মোট এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। নিয়োগের পর নিযুক্তের বয়স ৬৫ বছর হওয়া পর্যন্ত ওই কাজে বহাল রাখা হবে। সংস্থার নিয়মানুসারে নির্দিষ্ট বেতন প্রতি মাসে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আগ্রহীদের ১০ জুলাই সরাসরি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে পারেন। দিল্লির সিমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের অফিসে সংশ্লিষ্ট পদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। এই বিষয়ে বিশদ তথ্যের জন্য সংস্থার ওয়েবসাইটে (cciltd.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।