স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরে পাঠরত অবস্থায় কাজ শিখতে চান? ছ’মাসের সবেতন ইন্টার্নশিপ করার সুযোগ দেবে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থার (ডিআরডিও)। ইন্টার্নশিপের প্রশিক্ষণ দিল্লির সলিড স্টেট ফিজ়িক্স ল্যাবরেটরিতে দেওয়া হবে। মোট আসন সংখ্যা ৬৫।
উল্লেখ্য দিল্লির ওই গবেষণাগারে অ্যাডভান্সড সেমি-কন্ডাক্টর মেটিরিয়ালস এবং ডিভাইসেস যেমন অকুস্টিক সেন্সর সিস্টেমস, ইনফ্রেরার্ড সেন্সর, ন্যানোটেকনোলজি সংক্রান্ত বিষয়ে গবেষণার কাজ চলে। এই সমস্ত প্রযুক্তি দেশের প্রতিরক্ষা সংক্রান্ত সামগ্রী তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে।
আরও পড়ুন:
রসায়ন, পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, মেটিরিয়াল সায়েন্স, কোয়ান্টাম টেকনোলজি, লেজ়ার অপটিক্স, সেমিকন্ডাক্টর ডিভাইস— এই সমস্ত বিষয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়ারা ওই ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন।
প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে পড়ুয়াদের পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। আগ্রহীরা ডিআরডিও-র ওয়েবসাইটে (drdo.gov.in) প্রকাশিত একটি ফর্ম পূরণ করে তা ই-মেল করে পাঠাতে পারবেন। আবেদনের শেষ দিন ১০ জুলাই।