রাজ্যে থেকেই এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, নেভাল আর্কিটেকচার বা অ্যাডভান্সড ট্রান্সপোর্টেশন নিয়ে পোস্ট ডক্টরেট ফেলোশিপের সুযোগ রয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুরের তরফে মোট ২০টি বিভাগ, ১৫টি সেন্টার এবং ১১টি স্কুল থেকে ওই ফেলোশিপ পাবেন পিএইচডি ডিগ্রিপ্রাপ্তরা।
আগ্রহীরা কৃত্রিম মেধা, এরোস্পেস, এগ্রিকালচারাল অ্যান্ড ফুড, আর্কিটেকচার অ্যান্ড রিজ়িওনাল প্ল্যানিং, ওশান, নেভাল আর্কিটেকচার, বায়োসায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজিস, কেমিস্ট্রি, সিভিল, কম্পিউটার সায়েন্স, জিয়োলজি অ্যান্ড জিয়োফিজ়িক্স, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিস্টেমস, ম্যাথমেটিক্স, জিয়োলজি অ্যান্ড জিয়োফিজ়িক্স-সহ বিভিন্ন বিভাগ থেকে পোস্ট ডক্টরেট ফেলোশিপ করতে পারবেন।
আরও পড়ুন:
এ ছাড়াও প্রতিষ্ঠানের অ্যাডভান্সড টেকনোলজি ডেভেলপমেন্টস, ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিং, সেন্টার ফর ডিজ়অ্যাবিলিটি স্টাডিজ়-এর মতো একাধিক সেন্টার, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ন্যানো সায়েন্স অ্যান্ড টেকনোলজির মতো একাধিক স্কুল থেকেও ওই ফেলোশিপ করার সুযোগ থাকছে।
পিএইচডি ডিগ্রি ছাড়াও আবেদনকারীদের অন্তত দু’টি গবেষণাপত্র সায়েন্স সাইটেশন ইনডেক্স জার্নালে প্রকাশিত হতে হবে। বাছাই করা প্রার্থীরা মোট তিন বছরের জন্য ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকা ফেলোশিপ হিসাবে পাবেন। এ ক্ষেত্রে প্রার্থীদের বয়স ৩২ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। কী ভাবে আবেদন করবেন, কোন পোর্টাল মারফত নথি পাঠাতে হবে— এই সমস্ত বিষয়ে জানতে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটের ‘জবস’ (erp.iitkgp.ac.in/Jobs) বিভাগে গিয়ে সমস্ত তথ্য জেনে নিতে হবে। আবেদনের শেষ দিন ৩১ জুলাই।