ম্যানেজমেন্ট নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চান? কিন্তু সপ্তাহের দিনগুলোয় সময় হচ্ছে না? সপ্তাহান্তেই ম্যানেজমেন্টের ক্লাস করাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড (আইআইএফটি)। প্রতিষ্ঠানের তরফে ১৫ মাসের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করানো হবে।
যে কোনও বিষয়ে স্নাতকেরাই এই ক্লাস করার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে যদি কোনও ব্যক্তির পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকে, সে ক্ষেত্রে তাঁরাও আবেদন করতে পারবেন। বয়সের কোনও নির্দিষ্ট সীমারেখা নেই, তাই যে কোনও ব্যক্তিই এই কোর্সটি করার সুযোগ পাবেন।
আরও পড়ুন:
চলতি বছরের সেপ্টেম্বর থেকে ২০২৬-এর নভেম্বর পর্যন্ত ক্লাস করানো হবে। ক্লাসের পাশাপাশি, ট্রেড লজিস্টিক এবং অপারেশনের কাজ বোঝানোর জন্য ফিল্ড ভিজ়িট এবং অ্যাসাইনমেন্ট করারও সুযোগ থাকছে। অনলাইনে আবেদনের শেষ দিন ৩১ জুলাই।
ম্যানেজমেন্টের খুঁটিনাটি অনলাইনেই শেখাবেন বিশেষজ্ঞেরা। প্রতি শনিবার এবং রবিবার সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ক্লাস করাবেন। ক্লাসের খরচ ৪ লক্ষ ৫০ হাজার টাকা। এ ছাড়াও আবেদনমূল্য ২ হাজার টাকা, ওয়ান টাইম অ্যালামনি ফি ১০ হাজার টাকা এবং লাইব্রেরি ডিপোজ়িট হিসাবে ৫ হাজার টাকা ধার্য করা হয়েছে। এই বিষয়ে বিশদ জানতে আইআইএফটি-র ওয়েবসাইটে (iift.ac.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।