ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) গুয়াহাটিতে কর্মখালি। প্রতিষ্ঠানের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং সিস্টেম ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ তিনটি।
অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আইন, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, হিউম্যান রিসোর্স কিংবা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের অ্যাসিস্ট্যান্ট হিসাবে পূর্বে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। নিযুক্তরা প্রতি মাসে ২৫,২০০ টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন।
আরও পড়ুন:
সিস্টেম ইঞ্জিনিয়ার হিসাবে কম্পিউটার সায়েন্স কিংবা ইনফরমেশন টেকনোলজি বিষয়ে স্নাতকদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের ওয়েব ডেভেলপমেন্ট, জাভা, পিএইচপি নিয়ে পূর্বে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৩৫,৩৫০ টাকা বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীদের অনলাইনে একটি ফর্ম পূরণ করে আবেদনপত্র জমা দিতে হবে। ওই আবেদনের ভিত্তিতে বাছাই করা প্রার্থীরা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন। আবেদনের শেষ দিন ১৭ জুন। এই বিষয়ে বিশদে জানতে হলে আইআইটি গুয়াহাটির ওয়েবসাইটে (iitg.ac.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।