ড্রিলিং টেকনোলজি কিংবা সমতুল বিষয়ে এমটেক করেছেন? এমন প্রার্থীকে নিয়োগ করবে ওএনজিসি। ওই সংস্থায় সিনিয়র প্রজেক্ট ফেলো হিসাবে চাকরির সুযোগ রয়েছে। শূন্যপদ একটি।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমটেক করেছেন, তাঁদের আবেদন গ্রহণ করা হবে। এ ছাড়াও উল্লিখিত বিষয়গুলির মধ্যে যে কোনও একটিতে বিটেক করেছেন, এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের প্রজেক্ট ম্যানেজমেন্ট বিভাগে দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
আরও পড়ুন:
নিযুক্ত ব্যক্তির বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তাঁর কর্মস্থল দিল্লিতে হবে। প্রয়োজনে নিযুক্তকে প্রজেক্ট সাইটেও যেতে হতে পারে। প্রতি মাসে নিযুক্তের জন্য ৫৫ হাজার ৮৮০ থেকে ৬২ হাজার ২৩০ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।
মোট এক বছরের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে। পরে ওই মেয়াদ আরও চার বছরের জন্য বৃদ্ধি পেতে পারে। আগ্রহীদের ই-মেল মারফত আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৫ জুন। কী ভাবে যোগ্যতা যাচাই হবে, তা জানতে মূল বিজ্ঞপ্তিটি ওএনজিসির ওয়েবসাইট (ongcindia.com) মারফত জেনে নিতে পারেন।