Advertisement
E-Paper

ড্রোন চালনায় ৬জি পরিষেবা কী ভাবে সহায়ক? গবেষণার সুযোগ দিচ্ছে আইআইটি, খড়্গপুর

গবেষণা প্রকল্পে কাজের জন্য প্রজেক্ট অ্যাসোসিয়েট প্রয়োজন। তাঁকে পারিশ্রমিক হিসাবে ৩৭ হাজার টাকা দেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ১৫:৩৯
Research is underway on the impact of 6G services on the operation of unmanned vehicles such as drones.

ড্রোনের মতো চালকবিহীন বাহন পরিচালনায় ৬জি পরিষেবার প্রভাব নিয়ে গবেষণার কাজ চলছে। প্রতীকী চিত্র।

বিস্তৃত এলাকায় নজরদারি চালাতে কিংবা জরুরি পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোনের মতো চালকবিহীন বাহন ব্যবহার করা হয়ে থাকে। সেই বাহন স্বয়ংক্রিয় ভাবে চালানোর জন্য শক্তিশালী নেটওয়ার্ক প্রয়োজন। সেই কারণেই সিক্সথ জেনারেশন (৬জি) ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমে এই ধরনের যন্ত্র পরিচালনা করা হয়ে থাকে। ওই নেটওয়ার্কটির কার্যকারিতা নিয়েই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর গবেষণার কাজ করছে।

কাজের সুযোগ:

প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের তরফে সংশ্লিষ্ট গবেষণা প্রকল্পের কাজে নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক সুদীপ মিশ্র। ওই প্রকল্পেই কাজের জন্য প্রজেক্ট অ্যাসোসিয়েটও প্রয়োজন। সংশ্লিষ্ট কাজের জন্য দু’জনকে বেছে নেওয়া হবে।

পারিশ্রমিক এবং চুক্তির মেয়াদ:

কেন্দ্রের বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের আর্থিক আনুকূল্যে ওই প্রকল্পে কাজ চলছে। তাই প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে নিযুক্তকে প্রতি মাসে ৩৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। মোট ৩০ মাসের চুক্তিতে কাজ সম্পূর্ণ হবে। ওই মেয়াদ পরে বদলাতেও পারে।

প্রার্থীদের যোগ্যতা এবং অভিজ্ঞতা:

কৃত্রিম মেধা, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা আবেদন করতে পারবেন। তবে, এ ক্ষেত্রে তাঁদের কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং, এআই মডেলিং অ্যান্ড ডিপ্লয়মেন্ট, আনম্যানড এরিয়াল ভেহিকেল (ইএভি) ডেভেলপমেন্ট নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের শর্তাবলি:

অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। আবেদনের ফি হিসাবে ১০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদনের শেষ দিন ৮ অগস্ট।

ইন্টারভিউ বা লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করা হতে পারে। এর বিশদ তথ্য আইআইটি, খড়্গপুরের ওয়েবসাইটে (iitkgp.ac.in) দেওয়া হবে।

IIT Kharagpur Drone Technology 6G Network
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy