বিস্তৃত এলাকায় নজরদারি চালাতে কিংবা জরুরি পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোনের মতো চালকবিহীন বাহন ব্যবহার করা হয়ে থাকে। সেই বাহন স্বয়ংক্রিয় ভাবে চালানোর জন্য শক্তিশালী নেটওয়ার্ক প্রয়োজন। সেই কারণেই সিক্সথ জেনারেশন (৬জি) ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমে এই ধরনের যন্ত্র পরিচালনা করা হয়ে থাকে। ওই নেটওয়ার্কটির কার্যকারিতা নিয়েই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর গবেষণার কাজ করছে।
কাজের সুযোগ:
প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের তরফে সংশ্লিষ্ট গবেষণা প্রকল্পের কাজে নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক সুদীপ মিশ্র। ওই প্রকল্পেই কাজের জন্য প্রজেক্ট অ্যাসোসিয়েটও প্রয়োজন। সংশ্লিষ্ট কাজের জন্য দু’জনকে বেছে নেওয়া হবে।
আরও পড়ুন:
পারিশ্রমিক এবং চুক্তির মেয়াদ:
কেন্দ্রের বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের আর্থিক আনুকূল্যে ওই প্রকল্পে কাজ চলছে। তাই প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে নিযুক্তকে প্রতি মাসে ৩৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। মোট ৩০ মাসের চুক্তিতে কাজ সম্পূর্ণ হবে। ওই মেয়াদ পরে বদলাতেও পারে।
প্রার্থীদের যোগ্যতা এবং অভিজ্ঞতা:
কৃত্রিম মেধা, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা আবেদন করতে পারবেন। তবে, এ ক্ষেত্রে তাঁদের কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং, এআই মডেলিং অ্যান্ড ডিপ্লয়মেন্ট, আনম্যানড এরিয়াল ভেহিকেল (ইএভি) ডেভেলপমেন্ট নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের শর্তাবলি:
অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। আবেদনের ফি হিসাবে ১০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদনের শেষ দিন ৮ অগস্ট।
ইন্টারভিউ বা লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করা হতে পারে। এর বিশদ তথ্য আইআইটি, খড়্গপুরের ওয়েবসাইটে (iitkgp.ac.in) দেওয়া হবে।