ইন্ডিয়ান ব্যাঙ্কের তরফে কর্মী নিয়োগ করা হবে। রাষ্ট্রায়ত্ত এই সংস্থার তরফে এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, বীরভূমে ইন্ডিয়ান ব্যাঙ্ক সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট-এর জন্য চুক্তিভিত্তিক কর্মী প্রয়োজন। এ জন্য প্রার্থীদের অফলাইনে আবেদন জানাতে হবে।
বোলপুরে ব্যাঙ্কের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সাপোর্ট স্টাফ বা অফিস অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়নি। চুক্তিভিত্তিক এই পদে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে তিন বছর। নিযুক্তদের মাসিক পারিশ্রমিক হবে ২৭,৫০০ টাকা।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি প্রয়োজন স্নাতক যোগ্যতা এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা। এ ছাড়াও বিজ্ঞপ্তিতে অন্য মাপকাঠির কথা বিশদ জানানো হয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র-সহ বাকি নথি পাঠিয়ে আবেদন করতে হবে। এর পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।