ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেডে কর্মখালি। প্রতিষ্ঠানের অধীনস্থ সেন্টার ফর রিসার্চ ইন ইন্টারন্যাশনাল ট্রেডের ডিপার্টমেন্ট অফ কমার্সের বিভিন্ন কাজের জন্য ইয়ং প্রফেশনাল, অ্যাসোসিয়েট এবং কনসালট্যান্ট নিয়োগ করা হবে। মোট শূন্যপদ সাত।
নিযুক্তদের লিগ্যাল এবং ডেটা সায়েন্স বিভাগে কাজ করতে হবে। তাই উল্লিখিত পদে আবেদনকারীদের এলএলএম কিংবা এলএলবি ডিগ্রি, অথবা ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স, কম্পিউটেশনাল ম্যাথমেটিক্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রয়োজন। এ ক্ষেত্রে প্রার্থীদের এক থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন:
ইয়ং প্রফেশনাল হিসাবে অনূর্ধ্ব ৩৫ বছর, অ্যাসোসিয়েট হিসাবে অনূর্ধ্ব ৪৫ বছর এবং কনসালট্যান্ট হিসাবে অনূর্ধ্ব ৫০ বছর বয়সি ব্যক্তিদের নিয়োগ করা হবে। প্রতি মাসে ইয়ং প্রফেশনালদের জন্য ৭০ হাজার টাকা, অ্যাসোসিয়েটদের জন্য ৮০ হাজার টাকা থেকে এক লক্ষ ৪৫ হাজার টাকা এবং কনসালট্যান্ট হিসাবে নিযুক্তদের জন্য এক লক্ষ ৪৫ হাজার টাকা থেকে দুই লক্ষ ৬৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।
আবেদনের জন্য অনলাইন মারফত নথি জমা দিতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আবেদনের শেষ দিন ১২ মে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।