রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান ওভারসিজ় ব্যাঙ্ক (আইওবি)-এ কর্মী নিয়োগ। সম্প্রতি এই মর্মে ব্যাঙ্কের ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ডেপুটি জেনারেল ম্যানেজার-কোম্পানি সেক্রেটারি নিয়োগ করা হবে। বার্ষিক বেতন ৪০ লক্ষ টাকা। আবেদনের জন্য ভারতের কোম্পানি সেক্রেটারিজ ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট মেম্বারশিপ থাকতে হবে। পেশাগত যোগ্যতা হিসেবে কোম্পানি সেক্রেটারি পদে কাজের অভিজ্ঞতা থাকা চাই। ভারত, নেপাল অথবা ভুটানের নাগরিকত্বের প্রমাণ থাকা প্রার্থীরাই শুধু আবেদন করতে পারবনে। প্রার্থীর বয়স ৩৫ বছর থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
ইন্ডিয়ান ওভারসিজ় ব্যাঙ্কের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ২১ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইন্ডিয়ান ওভারসিজ় ব্যাঙ্কের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।