রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান ওভারসিজ় ব্যাঙ্ক (আইওবি)-এ কর্মী নিয়োগ। সোমবার সেই মর্মে ব্যাঙ্কের ওয়েবসাইটে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, ব্যাঙ্কে একাধিক শূন্যপদ রয়েছে। নিযুক্তদের পোস্টিং হবে পশ্চিমবঙ্গ-সহ অন্য রাজ্যে। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। যে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
ব্যাঙ্কে নিয়োগ হবে লোকাল ব্যাঙ্ক অফিসার (এলবিও) পদে। মোট শূন্যপদের সংখ্যা ৪০০। নিযুক্তদের পোস্টিং হবে পশ্চিমবঙ্গ, গুজরাত, মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু এবং পঞ্জাবে। নিয়োগের পর কর্মীদের প্রথম দু’বছর ‘প্রবেশন’-এ রাখা হবে।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৪৮,৪৮০-৮৫,৯২০ টাকা।
আরও পড়ুন:
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
সংশ্লিষ্ট পদে অনলাইনে পরীক্ষা, আঞ্চলিক ভাষায় দক্ষতার পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে।
আগ্রহীদের এর জন্য ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ১৭৫ এবং ৮৫০ টাকা। আগামী ৩১ মে আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে জানা যাবে।