একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। সম্প্রতি এই মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ব্যাঙ্কের তরফে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, কলকাতা-সহ দেশের বিভিন্ন শহর হবে নিযুক্তদের কর্মস্থল। এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
ব্যাঙ্কে সার্কেল বেসড অফিসার পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ২,৬০০। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিযুক্তদের পোস্টিং হবে পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, ছত্তিশগঢ়-সহ দেশের অন্যান্য রাজ্যে।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। এ ছাড়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। প্রয়োজন দু’বছরের পেশাদারি অভিজ্ঞতা এবং স্থানীয় ভাষায় পারদর্শিতার। এ ছাড়াও রয়েছে যোগ্যতার অন্য মাপকাঠি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:
নিয়োগের পর প্রথম ছ’মাস প্রবেশনে রাখা হবে কর্মীদের। এর পর তাঁদের যোগ্যতা যাচাই করে জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল-১ পদে নিয়োগ করা হবে। নিযুক্তদের বেতনক্রম হবে ৪৮,৪৮০- ৮৫, ৯২০ টাকা প্রতি মাসে। এ ছাড়াও মিলবে অন্যান্য সুযোগসুবিধা।
নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে অনলাইন পরীক্ষা, স্ক্রিনিং টেস্ট, ইন্টারভিউ এবং স্থানীয় ভাষায় পারদর্শিতা পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার আয়োজন করা হবে দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে।
আগ্রহীদের এর জন্য ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তেরা বাদে বাকিদের আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ৭৫০ টাকা। আগামী ২৯ মে আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে ব্যাঙ্কের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।