নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএসওইউ)-এ শুরু হয়েছে বিএড স্পেশাল এডুকেশনের ভর্তি প্রক্রিয়া। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। জানানো হয়েছে, ২০২৫-’২৭ শিক্ষাবর্ষে এই কোর্সে ভর্তির জন্য পড়ুয়ারা আবেদন জানাতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে।
বিশ্ববিদ্যালয়ের বিএড স্পেশাল এডুকেশনের কোর্সটি দু’বছরের। পড়ানো হবে অনলাইন এবং দূরশিক্ষা মাধ্যম (ওডিএল)-এ। কোর্সটি নয়া দিল্লির রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া (আরসিআই) দ্বারা স্বীকৃত। প্রতিবন্ধকতার যে বিষয়গুলিতে স্পেশালাইজ়েশন করা যাবে, সেগুলি হল- ইন্টেলেকচুয়াল অ্যান্ড ডেভেলপমেন্টাল ডিজএবিলিটিস (আইডিডি), হিয়ারিং ইমপেয়ারমেন্ট (এইচআই) এবং ভিস্যুয়াল ইমপেয়ারমেন্ট (ভিআই)।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেন্টার এই কোর্স আয়োজনের দায়িত্বে থাকবে। সব মিলিয়ে মোট শূন্য আসন সংখ্যা ৪০০। কোর্স ফি-র পরিমাণ ৪০,০০০ টাকা।
আরও পড়ুন:
কোর্সে আবেদন জানানোর জন্য প্রয়োজনীয় যোগ্যতার বিষয়ে বিস্তারিত জানানো আছে মূল বিজ্ঞপ্তিতে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে প্রাথমিক বাছাইয়ের পর কাউন্সেলিয়ের মাধ্যমে কোর্সে ভর্তি নেওয়া হবে। যে যে স্টাডি সেন্টারে ভর্তি হওয়া যাবে, সেগুলি হল- প্রদীপ সেন্টার ফর অটিজম ম্যানেজমেন্ট, এনআইইপিআইডি রিজিওনাল সেন্টার, ডি.এন মণ্ডল কলেজ, এওয়াইজেএনআইএসএইচডি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড অ্যাকাডেমি এবং কল্যাণীর এনএসওইউ স্টাডি সেন্টার।
আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে নির্ধারিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্য বাবদ দিতে হবে ৫০০ টাকাও। আগামী ৮ জুন আবেদনের শেষ দিন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মেধাতালিকা প্রকাশ করা হবে ১৮ জুন। এই বিষয়ে আগ্রহীরা বিস্তারিত জানতে পারবেন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে।