ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রে (ইসরো) চাকরির সুযোগ। ইসরো অধীনস্থ একাধিক সেন্টারে সায়েন্টিস্ট প্রয়োজন। মোট শূন্যপদ ৩২০টি।
আবেদনকারীদের যোগ্যতা:
১. কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, এমন প্রার্থীরা কাজের আবেদন করতে পারবেন।
২. তাঁদের স্নাতক স্তরে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
বেতন এবং অন্যান্য তথ্য:
নিযুক্ত ব্যক্তিদের সপ্তম বেতন কমিশন নির্ধারিত লেভেল ১১-র অধীনে পারিশ্রমিক বরাদ্দ করা হবে। উল্লিখিত পদে আবেদনকারীদের বয়স ২৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। লিখিত পরীক্ষা এবং দক্ষতা পরীক্ষার মাধ্যমে তাঁদের যোগ্যতা যাচাই করা হবে।
১৬ জুন পর্যন্ত অনলাইনে আবেদন নেওয়া হবে। আবেদন মূল্য ২৫০ টাকা। ইসরোর ওয়েবসাইটে (isro.gov.in) গিয়ে সমস্ত নথি পেশ করে আবেদন জানাতে হবে। এই বিষয়ে আরও তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।