ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) অধীনস্থ সংস্থায় কর্মী প্রয়োজন। কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাক্টেরিয়াল ইনফেকশন (সাবেক নাইসেড)-এর ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, ইয়ং প্রফেশনাল হিসাবে ওই সংস্থায় কাজ করতে হবে। শূন্যপদ চারটি।
ওই কাজের জন্য আইনে এলএলবি ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের বার কাউন্সিল অফ স্টেট-এ নাম নথিভুক্ত থাকা প্রয়োজন। এ ছাড়াও বাণিজ্য কিংবা অন্য যে কোনও বিষয়ে স্নাতকেরাও উল্লিখিত পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। তবে, এ ক্ষেত্রে তাঁদের প্রশাসনিক কাজে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন:
প্রার্থীর বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ চলবে। চুক্তির মেয়াদ এক বছর পর্যন্ত ধার্য। পরে তা আরও দু’বছরের জন্য বৃদ্ধি করা হবে। পারিশ্রমিক হিসাবে নিযুক্তদের ৩০ হাজার থেকে ৪২ হাজার টাকা দেওয়া হবে।
আগ্রহীদের একটি ফর্ম পূরণ করে ই-মেল মারফত জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে অন্যান্য নথি পাঠানো প্রয়োজন। আবেদনের শেষ দিন ২ জুন। এ বিষয়ে আরও জানতে সংস্থার ওয়েবসাইটে (www.niced.org.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।