উদ্যানবিদ্যা এবং কৃষিবিদ্যা নিয়ে পড়ার সুযোগ পাবেন দ্বাদশ উত্তীর্ণরা। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফে সদ্য-প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই সম্পর্কে বিশদ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে উল্লিখিত বিভাগে ভর্তি প্রক্রিয়া চলছে। কৃষিবিদ্যা এবং উদ্যানবিদ্যা বিভাগে মোট আসন সংখ্যা ৩৬২।
উল্লিখিত বিষয় নিয়ে পড়তে আগ্রহীদের দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে (পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান) উত্তীর্ণ হতে হবে। এ ক্ষেত্রে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর পাওয়া আবশ্যক। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, সিবিএসই, আইসিএই, কিংবা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং থেকে দ্বাদশ উত্তীর্ণ হয়েছেন, এমন পড়ুয়ারা ভর্তির আবেদন জানাতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের মোহনপুর, বর্ধমান ও বাঁকুড়া ক্যাম্পাসে ক্লাস করানো হবে।
আরও পড়ুন:
খরচ:
অ্যাপ্লিকেশন ফি হিসাবে ১,৫০০ টাকা, অ্যাডমিশন ফি হিসাবে ১০,২০০ টাকা ধার্য করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদনের জন্য অনলাইন পোর্টাল ২৮ মে থেকে ১৬ জুন পর্যন্ত চালু রাখা হবে। আবেদনপত্রের ত্রুটি সংশোধনের জন্য ১৯ জুন পর্যন্ত পোর্টাল চালু থাকবে। মেধাতালিকা এবং কাউন্সেলিংয়ের দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে।
আবেদন সংক্রান্ত অন্য শর্তাবলি জানতে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।