পরামর্শদাতা পদে কর্মখালি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ (এনআইটিটিটিআর), কলকাতায়। ওই পদে চাকরি করতে আগ্রহীদের যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। তবে, সেই সঙ্গে থাকা প্রয়োজন পরামর্শদাতা পদে পূর্বে কাজের অভিজ্ঞতাও। শূন্যপদ একটি।
কেন্দ্রীয় সরকারি কিংবা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পরামর্শদাতা (কনসালট্যান্ট) হিসাবে কাজ করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তবে, এ জন্য আগে কোনও টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানের ফ্যাকাল্টি মেম্বার এবং সহযোগী কর্মীদের প্রশিক্ষণ দেওয়া, বার্ষিক পরিকল্পনার মতো কাজে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। উল্লিখিত পদে নিযুক্তের চুক্তির মেয়াদ মোট ১২ মাস বা এক বছরের। ওই বিভাগের নিয়মানুসারে নিযুক্তের জন্য প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ করা হবে।
আগ্রহীরা বিজ্ঞপ্তিতে দেওয়া ফর্ম পূরণ করে আবেদন জানাতে পারবেন। এই ফর্মটি পূরণ করে ১০ জুনের আগে ইমেল মারফত পাঠাতে হবে। আগ্রহীরা এই বিষয়ে আরও তথ্য জানতে এনআইটিটিটিআর, কলকাতার ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।