প্ল্যান্ট বায়োটেকনোলজি নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করেছেন? প্ল্যান্ট টিস্যু কালচার নিয়ে গবেষণার কাজের অভিজ্ঞতা রয়েছে? প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এ রকম প্রার্থীকে গবেষণার কাজের সুযোগ দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত এক নিয়োগ-বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিশদ তথ্য দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ লাইফ সায়েন্সেস-এর একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) হিসাবে এক জনকে ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে।
এই কাজের জন্য প্ল্যান্ট বায়োটেকনোলজি, বায়োটেকনোলজি, উদ্ভিদবিদ্যার মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন প্রার্থীকে বেছে নেওয়া হবে। তবে, যাঁদের লাইফ সায়েন্স নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি আছে, তাঁরাও আবেদন করতে পারবেন। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। তবে, এ ক্ষেত্রে তাঁর প্ল্যান্ট টিস্যু কালচার, প্ল্যান্ট ট্রান্সফরমেশন, প্ল্যান্ট বায়োটেকনোলজি কিংবা মলিকিউলার বায়োটেকনোলজি নিয়ে গবেষণামূলক কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির অর্থপুষ্ট প্রকল্পে কাজ করতে হবে। মোট তিন বছর পর্যন্ত জেআরএফ হিসাবে চুক্তির মেয়াদ রয়েছে। প্রথম দু’বছর সাম্মানিক হিসাবে প্রতি মাসে ৩৭,০০০ টাকা এবং তৃতীয় বছরে ৪২ হাজার টাকা করে বরাদ্দ করা হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
আগ্রহীরা ইমেল মারফত আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদনের সঙ্গে জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি থাকা বাঞ্ছনীয়। আবেদনের শেষ দিন ১৫ জুন। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।