সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিংয়ে (সি-ড্যাক) কর্মখালি। সংস্থার তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ জানানো হয়েছে। ওই সংস্থায় পরামর্শদাতা (কনসালট্যান্ট) এবং সিনিয়র কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ ১৩টি। প্রসঙ্গত, এই সংস্থাটি কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীন।
উল্লিখিত পদে হিন্দি, কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্স, ল্যাঙ্গোয়েজ টেকনোলজি, বাণিজ্য, ইলেক্ট্রনিক্স, কমিউনিকেশন, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের নিয়োগ করা হবে। প্রার্থীদের বয়সসীমা ৫০ থেকে ৬৪ বছর পর্যন্ত ধার্য। এ ক্ষেত্রে তাঁদের পরামর্শদাতা হিসাবে সাত থেকে ৩০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
সিনিয়র কনসালট্যান্ট পদে বায়োইনফরমেটিক্স, বায়োকেমিস্ট্রি, কম্পিউটেশনাল বায়োলজি বিষয়ে পিএইচডি ডিগ্রিপ্রাপ্তদের আবেদন গ্রহণ করা হবে। প্রার্থীদের বয়স ৬৪ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। একই সঙ্গে সংশ্লিষ্ট পদে ন্যূনতম ৩০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্তদের কাজ চলবে। পরে ওই মেয়াদ আরও বাড়তে পারে। সংস্থার নিয়মানুসারে নিযুক্ত ব্যক্তিরা প্রতি মাসে পারিশ্রমিক পাবেন। অনলাইনে প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের শেষ দিন ৬ জুন। কী ভাবে যোগ্যতা যাচাই করা হবে, আবেদনপত্রের সঙ্গে কী কী নথি জমা দিতে হবে— এই সব বিষয়ে আরও জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (careers.cdac.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।